ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির যোগ্যতা:
এস এস সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত বা সমমান পরীক্ষায় ২০০৯ সাল হইতে ২০১৮ সাল পর্যনÍ, যে কোন সালে উত্তীর্ন।
নুন্যতম জি পি এ : ২.০০ থাকতে হবে।
বানিজ্য, বিজ্ঞান ও মানবিক এর ছাত্র/ছাত্রীগন ও ভর্তি হতে পারবেন।
এইচ এস সি ( বিজ্ঞান বিভাগ) এর ছাত্র/ছাত্রীগন সরাসরি ৩য় সেমিষ্টারে ভর্তি হতে পারবেন।
এইচ এস সি ( ভোকেশনাল) এর ছাত্র/ছাত্রীগন সরাসরি ৪র্থ সেমিষ্টারে ভর্তি হতে পারবেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত।
ভর্তির কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র:
- সহস্তে পূরনকৃত ভর্তির আবেদন ফরম।
- এস এস সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত বা সমমান পরীক্ষায় পাশের মুল নম্বরপত্র।
- এইচ এস সি ( বিজ্ঞান বিভাগ) ও এইচ এস সি ( ভোকেশনাল) পরীক্ষায় পাশের মুল নম্বরপত্র ও সনদ পত্র।
- সকল পরীক্ষার মুল প্রশংসাপত্র।
- ল্যাব প্রিন্টের ৪ কপি পাশপোর্ট সাইজের ছবি।
- নাগরিকত্ব সনদ/ জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
কোর্স এর নাম ও কোর্স ফি এর বিবরন:
কোর্সের নাম | মেয়াদ | ভর্তি ফি | মাসিক ফি |
ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং | ০৪ বৎসর | ৫,০০০/- | ১৫০০/- |
ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং | ০৪ বৎসর | ৫,০০০/ | ১৫০০/ |
ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং | ০৪ বৎসর | ৫,০০০/ | ১৫০০/ |
ডিপ্লোমা ইন টেক্স্রটাইল ইঞ্জিনিয়ারিং | ০৪ বৎসর | ৭,০০০/ | ২০০০/- |
ডিপ্লোমা ইন গামেন্টস ডিজাইন এন্ড প্যটার্ন মেকিং ইঞ্জিনিয়ারিং | ০৪ বৎসর | ৫,০০০/ | ১৫০০/- |
পরীক্ষার ফি ও অন্যান্য ফি:
পর্ব সমাপনী পরীক্ষা | ফি | মন্তব্য |
১ম , ২য়,৩য় সেমিষ্টার | ৭০০/- | অকৃতকার্য বিষয়ে বোর্ড নির্ধারিত ফি প্রযোয্য |
৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম,ও ৮ম সেমিষ্টার | ১২০০/- | অকৃতকার্য বিষয়ে বোর্ড নির্ধারিত ফি প্রযোয্য |
নম্বরপত্র ফি: | ||
১ম , ২য়,৩য় সেমিষ্টার | ১৫০/- | প্রতি পর্বে |
৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম,ও ৮ম সেমিষ্টার | ০০/- | বোর্ড কতৃক প্রদেয় |
সনদপত্র ফি | ০০/- | বোর্ড কতৃক প্রদেয় |
প্রশংসাপত্র ফি | ৫০০/- | |
পর্বমধ্য পরীক্ষার ফি | ৩০০/- | প্রতি পর্বে |
ল্যাব উন্নয়ন ফি | ২০০/- | প্রতি পর্বে |
বি:দ্র: উপরোক্ত ফি ব্যতিত কোন প্রকার Hidden ফি নেই।