Textile Engineering

বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়। বর্তমানে মূলত আমাদের দেশে রপ্তানী আয়ের ৭৬% আসে বস্ত্র খাত থেকে। তথাপি এই শিল্পকে মানসম্মত করার জন্য যে পরিমান দক্ষ প্রকৌশলী দরকার আমরা তা তৈরি করতে পারছিনা। এখন পর্যন্ত অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটি এগিয়ে আছে। আমরা আশা করি ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কোর্স সম্পন্ন করলে বেকার থাকার কোন আশংকা নেই। তাছাড়া এই ইনস্টিটিউটের কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী যে ভাবে প্র্যাক্টিক্যাল ল্যাব ও ক্লাসের সুবিধা দিয়ে থাকনে তাতে করে আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করলে অবশ্যই আপনি একজন দক্ষ ও মানসম্পন্ন ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

Textile Engineering পড়তেপ্রয়োজনীয়ল্যাবসমূহ

  • Garments Lab
  • Yarn Manufacturing Lab
  • Fabric Manufacturing Lab
  • Wet Processing Lab
  • Testing Lab
  • Mechanical Lab
  • Computer Lab

Textile Engineering চাকরিরক্ষেত্রসমূহ

  • বাংলাদেশ জুটমিল করপোরেশন
  •  জুট রিচার্স টেস্টিং ইনস্টিটিউট
  • তুলা উন্নয়ন বোর্ড
  • বাংলাদেশ স্ট্র্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট
  • বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড
  • ডিপার্টমেন্ট অব সাপ্লাইড অ্যান্ড ইন্সপেকশন
  • বস্ত্র দপ্তর
  • পাট অধিদপ্তর
  • কাস্টম অ্যান্ড ইন্সপেকশন
  • স্পিনিং, নিটিং , ডাইং ও গার্মেন্টস ফ্যাক্টরি
  • Assistant Production Officer (APO)-Entry Level Job
  • Assistant Merchandiser
  • Q.C, QA-Officer for Buying House (Quality Controller, Quality Assurance)
  • দক্ষতা ও মেধাশক্তি বিচারে Manager level পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে
  • Scope to work with world class buyer like-Puma, Wallmart, H&M etc.

Textile Engineering উচ্চশিক্ষারসুযোগ

  • বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে Scholarship এর মাধ্যমে স্বল্প Semester fee দ্বারা উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ (B.Sc)
  • Inside Bangladesh for M.Sc-Butex (Tejgaon), Moulana Vashani Biggayan & Projokti Bishwa Biddaloy (Tangail)
  • Outside Bangladesh for M.Sc-Germany, Japan etc.
%d bloggers like this: