Mechanical / Automobile Engineering

Mechanical Engineering (যন্ত্রকৌশলী)


অনেক প্রাচিনকাল থেকে বা মধ্যযুগীয় বিজ্ঞানীদের মাধ্যমে সেরা বিশ্বে Mechanical Engineering এর প্রয়োগ শুরু হয়। বর্তমানে বিশ মেকানিক্যালকে Mother টেকনোলজি হিসাবে বিবেচিত করা হচ্ছে। শিল্পায়ন ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে Mechanical Engineering এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এ সেক্টরে দল জনশক্তি গড়ে তুলতে হবে। বর্তমান সভ্যতার সকল আধুনিক যন্ত্রপাতি তৈরী, উন্নয়ন ও পরিচালনার জন্য মেকানিক্যাল এর অবদান অপরিসীম এবং এর গুরুত্ব চিরকাল থাকবে। এ জন্য মেকানিক্যাল এ ডিপ্লোমাধারীদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ।

Mechanical Engineering (যন্ত্রকৌশল প্রকৌশলীগণের) চাকুরির ক্ষেত্র সমূহঃ

  • দেশের বৃহত্তম সরকারী প্রতিষ্ঠান Roads and Highway Department (R&HD), PWD, LGED, BADC, Bangladesh Railway, MES, BTCL, BEPZA প্রভৃতিতে Sub Assistant Engineer পদে চাকুরির সুযোগ রয়েছে।
  • এছাড়া সরকারী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যেমন: পরমানু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনা কেন্দ্র, বাংলাদেশ পাট উন্নয়ন বোর্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, Water Development Board (WDB) Power Development Board (PDB), DESCO, BRTC, PGCB, WASA ইত্যাদিতে Sub Assistant Engineer পদে চাকুরির সুযোগ রয়েছে।
  • দেশ বিদেশের বিভিন্ন মেশিনারী যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান, Textile Sector, Medical Instrument, TV Channel, Garments Industry, Automobile Company, Pharmaceutical Company সিস্টেম ও রড কোম্পানী, আরও অনেক ইন্ডাস্ট্রিতে চাকুরির সুযোগ রয়েছে।
  • সরকারি, বেসরকারি এস এস সি/ এইচ এস সি, ভোকেশনাল ইন্সটিটিউট, ও পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়ার ইন্সট্রাক্টর পদে চাকুরির সুযোগ।
  • ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে।
  • সর্বোপরি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সফল উদ্যোগক্তা হিসাবে নিজেকে তুলে ধলতে পারেন।
    Mechanical Engineering (যন্ত্রকৌশল প্রকৌশলী) উচ্চ শিক্ষার সুযোগঃ
  • মেকানিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য গাজীপুরে DUET নামের পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য বান্দরবন, নওগাঁ সহ আরও নতুন পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে যার অধিকাংশ আসন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে।
  • Diploma In Engineering এর বৈষম্য দূরিকরনের লক্ষ্যে UGC, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পাশকৃত ছাত্র-ছাত্রীরা BUET, CUET, KUET, RUET সহ সকল সরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ক্রেডিট সমন্বয় করে ভর্তির সুযোগ পাবে।

  • মেকানিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি টেকনিক্যাল টিসার্স ট্রেনিং কলেজ সমূহ হতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন লাভের সুযোগ রয়েছে।
  • BUET নিয়ন্ত্রনাধীন IEB, Dhaka হইতে AMIE (Associate Membership Institute of Engineering) হইতে B.sc ডিগ্রী লাভের সুযোগ রয়েছে।
  • মেকানিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ স্কলারশিপ সহ বিদেশে সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
  • এছাড়া দেশের ইউজিসি অনুমোদিত সকল প্রাইভেট বিশ^বিদ্যালয়ে অধিক সংখ্যক ক্রেডিট ওয়েভার নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে।
ভর্তি ফিমাসিক বেতনমাসিক বৃত্তিসেমিস্টার ফিপর্বমধ্য পরীক্ষার ফিল্যাব উন্নয়ন ফি
৬০০০/-
চার বছরে একবার প্রদেয়
২০০০/-
প্রতি মাসে প্রদেয়
৫০০/-নাই৩০০/-
প্রতি পর্বে প্রদেয়
২০০/-
প্রতি পর্বে প্রদেয়
উপরোক্ত ফি ব্যতীত কোন প্রকার Hidden ফি নেই।

Automobile Engineering (অটোমোবাইল প্রকৌশলী)

বর্তমান যুগে ক্যারিয়ার গড়তে প্রয়োজন নিশ্চিত ও কর্মমুখী কারিগরি শিক্ষা এবং সঠিক দিকে নির্দেশনা। এ অবস্থায় মেকানিক্যাল এর পাশাপাশি আর একটি অন্যতম শিক্ষা হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সম্ভবনাময় এ শিল্পে কাজ করতে বেশ কিছু দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, আপনি ও পারেন এ বিষয়ে পড়ালেখা ও প্রশিক্ষণ নিয়ে ইঞ্জিনিয়ার হিসাবে ক্যারিয়ান গঠন করতে। দেশের পরিবহন খাতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং একটি সম্ভবনাময় খাত। এ শিল্পে ইঞ্জিনিয়ারগণ একাধারে উৎপাদন, বিক্রি, মেরামত, রক্ষণাবেক্ষন, প্রভৃতি ক্ষেত্রে পারদর্শী জনসংখ্যা ও যানবাহনের ক্রমাগত বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির সাথে তাল মিলানো জন্য এ খাতের জনপ্রিয়তা ও চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

Automobile Engineering (অটোমোবাইল প্রকৌশলী) চাকুরির ক্ষেত্র সমূহঃ

* Automobile Engineering শিল্পে কাজের ক্ষেত্র এখন বেশ বিস্তৃত, জনসংখ্যা ও যানবাহনের ক্রমাগত বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির সাথে তাল মিলানোর জন্য এ খাতের জনপ্রিয়তা ও চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বর্তমানে দেশে ২৫টির ও বেশি গাড়ি আমদানীকারক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে এরেও প্রচুর চাহিদা রয়েছে।

* দেশি বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানীতে Automobile Engineering গণের চাকুরির সুযোগ রয়েছে।

* বাংলাদেশে ইস্পাত প্রকৌশলী অধিদপ্তর ও কিছু মন্ত্রণালয় Automobile Engineering G Automobile Engineering পদে চাকরির সুযোগ রয়েছে।

* সর্বোপরি একজন Automobile Engineering ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সফল উদ্যোগক্তা হিসাবে নিজেকে তুলে ধরতে পারেন এবং কিছু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

Automobile Engineering (কম্পিউটার প্রকৌশলী) উচ্চ শিক্ষা সুযোগঃ

* Automobile এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য গাজীপুরে DUET নামের পৃথক বিশ^বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য বান্দরবন, নওগাঁ সহ আরও নতুন পাঁচটি বিশ^বিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে যার অধিকাংশ আসন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে।

* Diploma In Engineering এ বৈষম্য দূরিকরনের লক্ষ্যে UCC, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও পাশকৃত ছাত্র-ছাত্রীরা BUET, CUET, KUET, RUET সহ সকল সরকারি প্রকৌশলী বিশ^বিদ্যালয়ের ক্রেডিট সমন্বয় করে ভর্তির সুযোগ পাবে।

* Automobile ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় অধিভুক্ত সরকারি টেকনিক্যাল টিসার্স ট্রেনিং কলেজ সমূহ হতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন লাভে সুযোগ রয়েছে।

* BUET নিয়ন্ত্রণাধীন IEB, Dhaka হতে AMIE হইতে (Associate Membership Institute of Engineering) ডিগ্রী লাভের সুযোগ রয়েছে।

* Automobile ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ স্কলারশিপ সহ বিদেশে সরকারি, বেসরকারি বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

* এছাড়া দেশের ইউজিসি অনুমোদিত সকল প্রাইভেট বিশ^বিদ্যালয়ে অধিক সংখ্যক ক্রেডিট ওয়েভার নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে।

Automobile Engineering (পুরকৌশলপ্রকৌশলী) কোর্সফিএরবিবরনঃ

ভর্তি ফিমাসিক বেতনমাসিক বৃত্তিসেমিস্টার ফিপর্বমধ্য পরীক্ষার ফিল্যাব উন্নয়ন ফি
৬০০০/-
চার বছরে একবার প্রদেয়
২০০০/-
প্রতি মাসে প্রদেয়
৫০০/-নাই৩০০/-
প্রতি পর্বে প্রদেয়
২০০/-
প্রতি পর্বে প্রদেয়

উপরোক্ত ফি ব্যতীত কোন প্রকার Hidden ফি নেই।
%d bloggers like this: