লক্ষ্য:
আমাদের যুযোপযুগি প্রোগ্রামগুলি গবেষনা পরিচালনা যোগ্য উৎকর্ষতা এবং উদ্ভাবনী কপোরেট সংস্কৃতি বিশ্বব্যপি শিক্ষামুলক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা।
উদ্দেশ্য:
একটি উদ্ভাবনী আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট যা ভবিষ্যত প্রজন্ম, শিক্ষানবিশ এবং শিল্পের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরী করা।
আমাদের দৃষ্টিপাত :
শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইন্স্টিটিউট পাঁচটি বিশেষ ক্ষেত্রের উপর দৃষ্টিপাত করে থাকে।
১. প্রযুক্তিগত উন্নয়নশীল কারিগরি শিক্ষা।
২. ক্রমবর্ধমান টেকসই শিল্প সম্পর্ক উন্নয়ন।
৩. পুনরায়কল্পী নেতৃত্ব।
৪. ইন্সট্রকটর এবং কর্মীদের সামর্থ উন্নয়ন।
৫. গভীর অধ্যয়ন এবং প্রযুক্তির উন্নয়ন।