বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রতিটি শিক্ষার্থীকে ৮ম পর্বে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর জন্য ইন্ডাস্ট্রিতে যেতে হয়। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ছাত্র/ছাত্রী পূর্বের সেমিষ্টারগুলোতে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে যা শিখেছে ইন্ডাষ্ট্রিতে তার প্রয়োগ সম্পর্কে বাস্তব ধারনা অর্জন। ভবিষ্যতের কর্মক্ষেত্রের সাথে কোর্সে অর্জিত জ্ঞানের সমন্বয় সাধন হয় বলে Industrial Training এর গুরুত্ব অপরিসীম। Industrial Training and On Job Training
ছাত্র/ছাত্রীদের ক্যারিয়ারের কথা চিন্তা করে sampi কর্তৃপক্ষ স্বনামধন্য ইন্ডাস্ট্রি/প্রতিষ্ঠানে তাদের Industrial Training এর ব্যবস্থা করে থাকে। আজ বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিগত Field এ অনেক এগিয়ে গেছে। উচ্চমান সম্পন্ন কোম্পানীগুলোতে ৬ মাসের Industrial Training সম্পন্ন করে sampi – এর একজন ছাত্র/ছাত্রী পাবে উন্নত পরিবেশে কাজ করার দক্ষতা ও যোগ্যতা। এই দক্ষতা ও সার্টিফিকেট চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচেছ যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।