করোনাভাইরাসের কারণে আমরা জীবনযাপনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। আগে যেসব বিষয়ে ততটা গুরুত্ব দিতাম না, সেগুলোর প্রতি এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। এই যেমন মাস্ক পরা বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করা। মহামারীর এই সময়ে নিজেকে সুরক্ষিত রাখতে নানা প্রচেষ্টা থাকা গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস যেহেতু হাতের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে দ্রুত ছড়াতে পারে, তাই সবার আগে হাত দুটি সুরক্ষিত রাখার চেষ্টা করেন সবাই।
হাত সুরক্ষিত রাখতে গ্লাভস ব্যবহার করছেন অনেকেই। সঠিক নিয়ম না মেনেই যদি গ্লাভস ব্যবহার করেন, তবে বাড়তে পারে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি। গ্লাভস ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলার কথা প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস-
* গ্লাভস পরলে আপনার হাতে হয়ত জীবাণু লাগবে না, তবে লেগে থাকবে গ্লাভসের গায়ে।
* গ্লাভসের সিলিকন, পলিথিন বা রবারের উপরেই করোনাভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে।
* গ্লাভস পরে থাকাকালীন নাক, মুখ বা শরীরের কোনো স্থানে হাত দেবেন না।
* যদি কোথাও হাত দেয়ার প্রয়োজন পড়ে তবে টিস্যু ব্যবহার করুন। আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবেন। এমনকি গ্লাভসের উপর দিয়ে হাত ধোয়াও যাবে।
* গ্লাভস খোলারও রয়েছে একটি নির্দিষ্ট পদ্ধতি। দুটি আঙুল দিয়ে হাতের কবজির সামনে থাকা গ্লাভসের অংশ টেনে সেটি খুলে ফেলুন।
* গ্লাভস খোলার পরে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে।
* গ্লাভস খোলার পর অবশ্যই হাত সাবান-পানি দিয়ে ধুয়ে নেবেন।