Surveying (সমীক্ষা বা জরিপ প্রকৌশলী)
ভূমির সাথে মানব জীবনের সম্পর্ক সৃষ্টির শুরু থেকে। মানুষ জীবিকার তাগিদে ভূমিকে ব্যবহার করে আসছে। ভূমির সুষম বন্টনকে কেন্দ্র করে ভূমি জরিপ বা Land Surveying এর গুরুত্ব বেড়ে গেছে। সহজে বলা যায় “ভূমির ব্যবহার যতদিন সার্ভেয়িং এর প্রয়োজন ততদিন”। বিশে^র সকল দেশের ন্যায় আমাদের দেশে ও প্রতিনিয়ত ভূমি উন্নয়ন হচ্ছে, ভূমির উন্নয়নের এ গুরুত্বপূর্ণ কাজ জরিপ প্রকৌশলীগণ করে থাকেন। বর্তমানে দেশে কারিগরি শিক্ষাবোর্ড থেকে যে পরিমান ডিপ্লোমা ইন সার্ভেয়িং পাশ করে বের হয় তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যার কারনে কোন শিক্ষার্থীকে বেকার থাকতে হয় না। পরিশেষে বলা যায় সম্মানজনক পেশা গ্রহণে সাভেয়িং এর অবস্থান অনেকটাই উপরে।
Surveying (সমীক্ষা বা জরিপ প্রকৌশলীগণের) চাকুরির ক্ষেত্রে সমূহঃ
* দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান যেমন: Roads and Highway Department (HRD), Public Works Department (PWD, Public Health Engineering Department (PHED), RAJUK, Bangladesh Railway, LGED প্রভৃতিতে Sub Assistant Engineer পদে চাকুরির সুযোগ রয়েছে।
* দেশের বৃহত্তম অন্যান্য সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যেমন: Water Development Board (WDB), Power Development Board (PDB), DESCO, DPDC, PGCB, WASA, City Corporation গুলোতে Sub Assistant Engineer পদের চাকরির সুযোগ ও রয়েছে। Telecommunication Section, Ministry of Defense, BIWTA, House Building Finance Corporation বাংলাদেশ ইস্পাত প্রকৌশলী কর্পোরেশন।
* দেশের পৌরসভা গুলোতে Sub-Assistant Engineer হিসেবে চাকুরির সুযোগ রয়েছে।
* দেশের বিভিন্ন Real Estate and Development Company Sector গুলোতে Sub Assistant Engineer, Deputy Project Engineer, Project Engineer, Project In Charge হিসেবে চাকুরির সুযোগ রয়েছে।
* সরকারি ও বেসরকারি পলিটেকনিক গুলোতে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে অসংখ্যা চাকিরর সুযোগ রয়েছে।
* নিজস্ব ফার্ম সৃষ্টির মাধ্যমে নিজ উদ্যোগক্তা হিসেবে ও অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
Surveying (সমীক্ষা বা জরিপ প্রকৌশলী) উচ্চ শিক্ষার সুযোগঃ
Surveying এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য গাজীপুরে উটঊঞ নামের পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য বান্দরবন, নওগাঁ সহ আরও নতুন পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে যাচ্ছে যার অধিকাংশ আসন ডিপ্লোমা
ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে।
* Surveying ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি টেকনিক্যাল টিসার্স ট্রেনিং কলেজ সমূহ হতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন লাভের সুযোগ রয়েছে।
* Diploma In Engineering এর বৈষম্য দূরিকরনের লক্ষ্যে UGC, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পাশকৃত ছাত্র-ছাত্রীরা BUET, CUET, KUET, RUET সহ সকল সরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ক্রেডিট সমন্বয় করে ভর্তির সুযোগ পাবে।
* BUET নিয়ন্ত্রনাধীন IEB, Dhaka হতে AMIE AMIE (Associate Membership Institute of Engineering) হইতে B.Sc ডিগ্রী লাভের সুযোগ রয়েছে।
* Surveying এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ স্কলারশিপ সহ বিদেশে সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।
* এছাড়া দেশের ইউজিসি অনুমোদিত সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধিক সংখ্যক ক্রেডিট ওয়েভার নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে।
Surveying (সমীক্ষাবাজরিপপ্রকৌশলী) কোর্সফিএরবিবরনঃ
ভর্তি ফি | মাসিক বেতন | মাসিক বৃত্তি | সেমিস্টার ফি | পর্বমধ্য পরীক্ষার ফি | ল্যাব উন্নয়ন ফি |
৬০০০/- চার বছরে একবার প্রদেয় | ২০০০/- প্রতি মাসে প্রদেয় | ৫০০/ | নাই | ৩০০/- প্রতি পর্বে প্রদেয় | ২০০/- প্রতি পর্বে প্রদেয় |