ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির নীতিমালা:

  • এস এস সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত বা সমমান পরীক্ষায় যে কোন সালে উত্তীর্ন।
  • নুন্যতম  জি পি এ : ২.০০ থাকতে হবে।
  • বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক  এর ছাত্র/ছাত্রীগন ও ভর্তি হতে পারবেন।
  • এইচ এস সি ( বিজ্ঞান বিভাগ)  এর ছাত্র/ছাত্রীগন সরাসরি ৩য় সেমিষ্টারে  ভর্তি হতে পারবেন।
  • এইচ এস সি ( ভোকেশনাল)  এর ছাত্র/ছাত্রীগন সরাসরি  ৪র্থ সেমিষ্টারে  ভর্তি হতে পারবেন।
  • বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কতৃক ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত।

ভর্তির  কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র:

  • সহস্তে পূরনকৃত ভর্তির আবেদন ফরম।
  • এস এস সি/ দাখিল/ ভোকেশনাল/ উন্মুক্ত বা সমমান পরীক্ষায় পাশের মুল নম্বরপত্র।
  • এইচ এস সি ( বিজ্ঞান বিভাগ) ও এইচ এস সি ( ভোকেশনাল)  পরীক্ষায় পাশের মুল  নম্বরপত্র ও সনদ পত্র।
  • সকল পরীক্ষার মুল প্রশংসাপত্র।
  • ল্যাব প্রিন্টের ৪ কপি পাশপোর্ট সাইজের ছবি।
  • নাগরিকত্ব সনদ/ জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

Blog

Notice

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।
১। ডিপ্লোমা ইন কম্পিউটার,
২। ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল, 
৩। ডিপ্লোমা ইন টেক্সটাইল,
৪। ডিপ্লোমা ইন সিভিল,
৫। ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং,

বৃত্তি অন্যান্য সুবিধা সমুহ:
1. জি পি এ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীগন সম্পূর্ন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
2. মুক্তিযোদ্বার সন্তান/পোষ্য/দৌহিত্র গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
3. উপজাতী ও ক্ষুদ্র নৃ গোষ্টি গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
4. সহোদর ভাই/বোন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
5. প্রতিবন্ধি/অটিস্টিক/ এতিম ছাত্র/ছাত্রীগন সম্পূর্ন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
6. মেয়েদের জন্য প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
7. শিক্ষক/শিক্ষীকাগনের ছেলে/মেয়ে গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।