নোটিশ (কোভিড-১৯ ভ্যাকসিন)

এই মর্মে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২য়, ৪র্থ, ৬ষ্ঠ এবং ৮ম পর্বের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৫/০১/২০২২ ইং রোজ শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে এবং সকলকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য সকাল ৮.০০ ঘটিকায় নিম্নে বর্নিত স্থানেে এবং শর্ত মোতাবেক উপস্থিত থাকার জন্য বলা হল- টিকা গ্রহনের স্থান : মাইলস্টোন কলেজ, দিয়াবারড়, উত্তরা, ঢাকা-১২৩০। (যারা না চিনবে তারা শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আসবে, শিক্ষকদের সাথে যাবে)। টিকা গ্রহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র : (১) এটাচমেন্ট এ সংযুক্ত ব্লাঙ্ক টিকা কার্ডটি পূরন করে নিতে হবে/না বুঝলে গিয়ে পূরন করবে। (২) ভোটার আই.ডি/জন্ম নিবন্ধন/কলেজ আই.ডি কার্ড এর ফটোকপি। টিকা গ্রহনের জন্য শর্তাবলী : (১) সকলের কলেজ ইউনিফর্ম এবং কলেজ আই.ডি কার্ড গলায় ঝুলানো থাকতে হবে। (২) সকল প্রয়োজনীয় কাগজপত্র এর ফটোকপি সাথে আনতে হবে। (৩) যারা ইতিপূর্বে টিকার ১ম ডোজ দিয়েছে , তাদের আসার প্রয়োজন নেই। নিজ দায়িত্বে তারা টিকা গ্রহন করবে। বি.দ্র : কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন ব্যতীত ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ নেই। ধন্যবাদান্তে শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

%d bloggers like this: