Industry Visit -2022 ( Electrical & Mechanical)

“শুধু ল্যাব প্রদর্শন আমাদের লক্ষ্য নয়Ó শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে নিভিড় সম্পর্ক স্থাপন ও বাস্তব প্রশিক্ষনের জন্য শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট, (৫০৫১৮) উত্তরা, ঢাকা, এর ব্যতিক্রম ও যুগান্তকারি পদক্ষেপের একটি অংশ হিসাবে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্র ছাত্রীদের জন্য Energy Plas Limited. পরিদর্শনের ও প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় । শিক্ষার্থীদের সরব উপস্থিতি আমাদের অনুপ্রানিত করে। সর্বোপরি Energy Plas Limited এর সন্মানিত চেয়াম্যান, ম্যানেজিং ডিরেক্টর সহ সকল কর্মকর্তা, কর্মচারি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সন্মানিত অভিভাবকগনের সার্বিক সহোযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অধ্যক্ষ শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট. উত্তরা, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

%d bloggers like this: