Admission Open! Hot Line: 01932 190 190

“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” SSC/দাখিল/ভোকেশনাল এর পর লক্ষ্য হবে ডিপ্লোমা প্রকৌশলী!! মফস্বলের খরচে ঢাকায় পড়াশোনা !!! ভর্তি লিংক: www.sampi.edu.bd/admission now কেন ঢাকায় পড়বেন ? ? রাজধানী ঢাকা ও এর আশেপাশ্বে দেশের প্রায় ৮০% শিল্প কারখানা অবস্থিত, যার দরুন অধিকাংশ চাকুরী ও ব্যাবসা বানিজ্য এই অঞ্চলের দখলে, এই অঞ্চলে পড়ালেখা করা শিক্ষাথীগুলো চাকুরী প্রাপ্তি ও ব্যাবসা বানিজ্যের ক্ষেত্রে মফস্বলের শিক্ষাথীদের তুলনায় অনেকটাই এগিয়ে, আবার অনেক অভিবাভকগন মনে করেন গ্রামের পড়াশুনা ও শহরের পড়াশেুনা একই কিন্তু উনারা হয়ত জানেন না যে, টেকনিক্যাল পড়ালেখার জন্য দক্ষ প্রশিক্ষকের প্রয়্জেন যা মফস্বলে পাওয়া দুস্কর এবং পড়াশুনা শেষে আধিকাংশ শিক্ষাথীকে চাকুরীর জন্য এই শহরেই আসতে হয়, মফস্বলের ছাত্র/ছাত্রী পাশ করার পর ঢাকায় এসে পরিবেশের সাথে মানিয়ে নিতে ও অনেক সময়ের প্রয়োজন, শহরের অনেক বেসরকারী প্রতিষ্ঠান উচ্চ টিউশন ফি ও অন্যান্য আনুসাঙ্গিক খরচের কারনে মফস্বলের অনেক শিক্ষাথীর ইচ্চা থাকলে ও শহরে পড়াশুনা করার সুযোগ পায় না, এই সব কিছু বিবেচনা করে নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট (কোড: ৫০৫১৮) মফস্বলের শিক্ষাথীদের জন্য মফস্বলের খরছে ঢাকায় মান সম্পন্ন ও যুগের চাহিদা অনুযায়ী ৯টি টেকনোলজিতে ( মেকানিক্যাল, সার্ভেয়িং, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, টেক্সটাইল, এ্যাপারেল ম্যানুফেচারিং, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সুবর্ন সুযোগ করে দিয়েছে, এবং পড়াশুনা শেষে নিজস্ব Job Placement Cell এর মাধ্যমে চাকুরী প্রাপ্তির জন্য যোগ্য করে তোলে ও চাকুরীর ব্যবস্থা করে থাকে, কেন আমরাই সেরা?? # আমাদের কোন শিক্ষাথীদের প্রইভেট পড়তে হয় না কারন আমাদের রয়েছে DUET থেকে পাশকৃত এক ঝাক তরুন ইঞ্জিনিয়ার ও সরকারী পলিটেকনিক ইন্স: অবসর প্রাপ্ত শিক্ষক মন্ডলী সমন্বয়ে দক্ষ প্রশিক্ষক টিম, # প্রতিষ্ঠানের উদ্যেগতা পরিচালকগনের আর্থিক সহায়তার কারনে মফস্বলের খরছে পড়াশুনা করার সুবর্ন সুযোগ, # আমাদের রয়েছে শিক্ষকগনের তত্যাবধানে অত্যান্ত কম খরছে নিজস্ব আবাসিক ব্যবস্থা, # আমরা মান্ধাতার আমলের ল্যাব প্রদর্শনীতে বিশ্বাসী নই তাই শিক্ষাথীদের প্রতি সেমিষ্টারে টেকনোলজি ভিত্তিক কারখানা/ ওয়ার্কসপে সরাসরি প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় যা তাদের চাকুরী প্রাপ্তিতে সহায়ক হয়, # একমাত্র আমরাই পাশকৃত শিক্ষাথীদের বাংলাদেশ সরকারের বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনস্থ BMET তে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি যা তাদেরকে সুধুমাত্র সরকারী খরছে ইউরুপ সহ মধ্যপাচ্যের দেশগুলোতে উচ্চ বেতনে চাকুরীসহ যাওয়ার সুযোগ করে দেয়, # বাংলাদেশ সরকার ও শিক্ষামন্ত্রনালয় ঘোষিত প্রতি সেমিস্টারে ৪০০০/-(চার হাজার) টাকা করে উপবৃত্তির ব্যবস্থা করা হয়। নিজস্ব ক্যাম্পাস: বাড়ী: ২০, রোড: ১৩, সেক্টর :১০(কামারপাড়া বাস স্টপ সংলগ্ন), উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০, ফোন : ০২ ৮৯৮১২৬৬ হট লাইন: 01932 190 190 / 01949 150 150 মোবাইল: ০১৩১৮ ৬৬৫০১৩ #engineeringadmission #diploma #কারিগরি #Polytechnic #DiplomaEngineering #shahidsamemorialpolytechnicinstitute #polytechnicadmission #sampipolytechnic #DiplomaCourses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

%d bloggers like this: